WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস
১. সমাসের ব্যুৎপত্তি লেখ।
উত্তরঃ সম্ – অস্ + ঘঞ > সমাস।
এখানে অস্ নামপদ।
২. ‘সমাস’ শব্দের অর্থ কি?
উত্তরঃ সংক্ষেপ।
৩. ‘দ্বিগু’ শব্দের অর্থ কি?
উত্তরঃ দুটি শব্দের সমাহার।
৪. ‘ব্যাসবাক্যের’ অপর নাম কি?
উত্তরঃ বিগ্রহবাক্য।
৫. ‘বহুব্রীহি‘ শব্দের অর্থ কি?
উত্তরঃ ধানের গোছা।
৬. ‘কর্মধারয়‘ কথার অর্থ কি?
উত্তরঃ কর্মধারণকারী।
৭. ‘সমাস’ কাকে বলে?
উত্তরঃ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস।
৮. ‘সমাসবদ্ধ‘ পদ কাকে বলে?
উত্তরঃ দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে সমাজবদ্ধ পথ বলে।
৯. ‘সমাসবদ্ধ‘ পদের অপর নাম কি?
উত্তরঃ সমস্ত পদ।
১০. ‘সমস্যমান পদ’ কাকে বলে?
উত্তরঃ যে সকল পদের সমন্বয়ে সমস্তপদটি গড়ে ওঠে তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ।
যেমন- গিরিতে শয়ন করেন যিনি- গিরীশ।
১১. ‘ব্যাসবাক্য‘ বা ‘বিগ্রহ‘ বাক্য কাকে বলে?
উত্তরঃ সমস্ত বা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।
১২. পূর্বপদ কাকে বলে?
উত্তরঃ সমস্যমান পদগুলির প্রথমটিকে পূর্বপদ বলে।
১৩. উত্তরপদ বা পরপদ কাকে বলে?
উত্তরঃ সমস্যমান পদগুলি শেষ পদটিকে উত্তর বা পরপদ বলে।
WB Madhyamik Bengali Suggestion : বাংলা ব্যাকরণ সমাস
১৪. ‘উত্তরপদ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ পরপদ।
১৫. সন্ধি ও সমাসের পার্থক্য লেখ।
উত্তরঃ
| সন্ধি | সমাস |
|
পদের সাথে পদের মিলন। |
|
সমাসের মিলন অর্থ কেন্দ্রিক |
|
সমাসে নতুন পদ এর আগমন ঘটতে পারে |
|
সমাসে কোন কোন ক্ষেত্রে পদের ক্রম পাল্টে যায়। |
|
সমাসে বিভক্তি থাকে। |
-
-
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
-
