WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস

WB Madhyamik Bengali Suggestion : বাংলা ব্যাকরণ সমাস

WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস

১. সমাসের ব্যুৎপত্তি লেখ।

উত্তরঃ সম্ – অস্ + ঘঞ > সমাস।
এখানে অস্ নামপদ।

২. ‘সমাস’ শব্দের অর্থ কি?
উত্তরঃ সংক্ষেপ।

৩. ‘দ্বিগু’ শব্দের অর্থ কি?
উত্তরঃ দুটি শব্দের সমাহার।

৪. ‘ব্যাসবাক্যের’ অপর নাম কি?
উত্তরঃ বিগ্রহবাক্য।

৫. ‘বহুব্রীহি‘ শব্দের অর্থ কি?
উত্তরঃ ধানের গোছা।

৬. ‘কর্মধারয়‘ কথার অর্থ কি?
উত্তরঃ কর্মধারণকারী।

৭. ‘সমাস’ কাকে বলে?
উত্তরঃ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস

৮. ‘সমাসবদ্ধ‘ পদ কাকে বলে?
উত্তরঃ দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে সমাজবদ্ধ পথ বলে।

৯. ‘সমাসবদ্ধ‘ পদের অপর নাম কি?
উত্তরঃ সমস্ত পদ।

১০. ‘সমস্যমান পদ’ কাকে বলে?
উত্তরঃ যে সকল পদের সমন্বয়ে সমস্তপদটি গড়ে ওঠে তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ
যেমন- গিরিতে শয়ন করেন যিনি- গিরীশ।

১১. ‘ব্যাসবাক্য‘ বা ‘বিগ্রহ‘ বাক্য কাকে বলে?
উত্তরঃ সমস্ত বা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে

১২. পূর্বপদ কাকে বলে?
উত্তরঃ সমস্যমান পদগুলির প্রথমটিকে পূর্বপদ বলে।

১৩. উত্তরপদ বা পরপদ কাকে বলে?
উত্তরঃ সমস্যমান পদগুলি শেষ পদটিকে উত্তর বা পরপদ বলে।

WB Madhyamik Bengali Suggestion : বাংলা ব্যাকরণ সমাস

১৪. ‘উত্তরপদ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ পরপদ

১৫. সন্ধি ও সমাসের পার্থক্য লেখ।
উত্তরঃ

সন্ধি সমাস
  • ধ্বনির সাথে ধ্বনির মিলন।
পদের সাথে পদের মিলন।
  •  সন্ধির মিলন উচ্চারণ কেন্দ্রিক।
সমাসের মিলন অর্থ কেন্দ্রিক
  • সন্ধিতে কোন নতুন পদের আগমন ঘটে না।
সমাসে নতুন পদ এর আগমন ঘটতে পারে
  • সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুন্ন থাকে।
সমাসে কোন কোন ক্ষেত্রে পদের ক্রম পাল্টে যায়।
  • সন্ধিতে বিভক্তি থাকে না।
সমাসে বিভক্তি থাকে।

Spread the love

Related posts

Leave a Comment