In Bengali, the infinitive mood is a non-finite verb form, often ending in “-তে” (te), which expresses an action without a specific subject or tense. For example, “বল” (bol, to speak) becomes “বলতে” (bolte). Bengali infinitives are commonly used before a finite verb or as a gerund, and can be translated to “to + verb” in English.
How it works
- Formation: The infinitive is formed by adding the suffix “-তে” (te) to the verb root.
- Example: “যাওয়া” (jaowa, to go) becomes “যেতে” (jete).
- Placement: In Bengali, the infinitive form often comes before the finite verb, which is different from English where the infinitive typically follows it.
- Example: “আমি যেতে চাই” (Ami jete chai) means “I want to go”.
Usage:
- As a complement: To express a desire, necessity, or ability.
- “রাম খেলতে ভালবাসে” (Ram khelte bhalobase) – Ram loves to play.
- “তুমি আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে” (Tumi amake ekta chithi likhte bolechhile) – You told me to write a letter.
- As a noun: The infinitive can act like a noun (gerund) in a sentence.
- “তোমার এই বইটা পড়ার উপর মনোনিবেশ করা উচিত” (Tomar ei boita porar upor mononibesh kora uchit) – You should concentrate on reading this book.
- “আমার লন্ডনে যাওয়া অনেকের দ্বারা পছন্দকৃত না” (Amar London-e jaowa oneker dara pochhondokrito na) – My going to London is not liked by many people.
The Infinitive Mood
- রাম খেলতে ভালবাসে – Ram loves to play.
- শ্যাম পড়তে আরম্ভ করলো – Shyam began to read.
- আমি কলকাতা যেতে চাই – I wish go to Kolkata.
- তুমি আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে – You told me to write a letter.
Note :- (১) বাংলায় যেতে, থেকে, পড়তে, বসতে প্রভৃতি ক্রিয়া গুলো সমাপিকা ক্রিয়ার আগে বসে, কিন্তু ইংরেজিতে এমন Infinitive গুলো ক্রিয়ার পরে বসে।
(২) Infinitive Mood এ Verb – এর আগে To বসে, কিন্তু See, Hear, Make, May, Can, Will, Bid, Let প্রভৃতির পরে ‘To’ Understood থাকে। The Infinitive Mood যেমন –
- আমি তাকে যেতে দেখেছিলাম – I saw him go.
- সে তাকে কাঁদতে শুনেছিল – He heard him cry.
- তিনি আমাকে দাঁড় করিয়েছিলেন – He made me stand up.
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
