SYSTEMETC ENGLISH LANGUAGE- অভিবাধন/ সম্ভাষন (Speaking) (বর্ণ ও সংখ্যা) Writing
A. SPEAKING :
1- ওয়ান, 2- টু্, 3- থ্রি, 4- ফোর, 5-ফাইভ, 6- সিক্স, 7- সেভেন, 8- এইট, 9- নাইন, 10- টেন।
ইংররাজিতে অভিবাদন/ সম্ভাষন
1. ভোর থেকে দুপুর ১২ পর্য্যন্ত – সুপ্রভাত – Good morning– * যেমন গুড মর্নিং।
2. বেলা ১ টা থেকে ৫ টা পর্য্যন্ত – নমস্কার – Good afternoon– যেমন গুড আফটারনুন আংকেল।
3. বিকেল ৫টা থেকে রাত্রি ১১ টা পর্য্যন্ত – শুভ সন্ধ্যা – Good evening– (গুড ইভিনিং) যেমন Good evening mother – শুভ সন্ধ্যা মা।
4. রাত্রিতে বিদায় নেবার সময় – শুভ রাত্রি – Good night-(গুড নাইট)
* Good night father (শুভ রাত্রি বাবা)
* সুখে নিদ্রা যাও – Sweet dreams (সুইট ড্রিমস)
5. দিনের দিন বিদায় নেবার সময় – Good day to you ___ (গুড ডে টু ইউ) আজকের মত আসি। ( দিন/ রাত্রি যে কোন সময়ে)
6. বেশ কিছু দিনের জন্য বিদায় নেবার সময়/ চির বিদায় নেবার সময়, তবে আসি/ বিদায় = Good Bye/ Bye, Bye/ Farewell ( গুড বাই/ বাই বাই/ ফেয়ার ওয়েল)
7. আচ্ছা আবার দেখা হবে – See you again (সি ইউ এগেন)
* যে কোন ভদ্রলোককে সম্মান দেখিয়ে Sir (স্যার)
যে কোন ভদ্রমহিলাকে সম্মান দেখিয়ে Madam ( ম্যাডাম ) বলা যাবে।
1. Letter লেটার (বর্ন/ অক্ষর)- মনের ভাবকে প্রকাশ করার জন্য যে শব্দ উচ্চারণ করা হয় তাদের মূলে আছে কতকগুলো ধ্বনি। এই ধ্বনিকে লেখার জন্য সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ধ্বনির এই সাঙ্কেতিক চীহ্ণকে বর্ন বলে। ইংরাজি নাম Letter (লেটার) বাংলায় অ, আ, ই, ক, খ, গ এমন ৫২ টি বর্ন আছে ইংরাজিতে A, B, C, D থেকে শুরু করে Z পর্যন্ত ২৬ টি অক্ষর বা Letter আছে।
বাংলা ভাষায় ৫২ টি বর্নের সমষ্টিকে বর্নমালা বলে।
ইংরাজিতে বলে Alphabet (অ্যালফাবেট) *গ্রীক বর্নমালার প্রথম বর্ন Alpha=a ও দ্বিতীয় বর্ন Beta=b
স্বরবর্ন গুলি- অ, আ,/ ই, ঈ,/ উ, ঊ,/ ঋ, ৯,/ এ, ঐ,/ ও, ঔ
ক, খ, গ, ঘ, ঙ চ, ছ, জ, ঝ, ঞ
ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন
প, ফ, ব, ভ, ম, য, র, ল, ব, শ
ষ, স, হ, ড়, ঢ় , য়, ৎ, ং, ঃ, ং, ঁ
ইংরাজিতেঃ- (ক্যাপিটাল ও স্মল লেটার)
A/a-এ, B/b-বি, C/c-সি, D/d-ডি, E/e-ই, F/f-এফ, G/g-জি, H/h-এইচ, I/i-আই, J/j-জে, K/k-কে, L/l-এল, M/m-এম, N/n-এন, O/o-ও, P/p-পি, Q/q-কিউ, R/r-আর, S/s-এস, T/t-টি, U/u-ইউ, V/v-ভি, W/w-ডব্লু, X/x-এক্স, Y/y-ওয়াই, Z/z-জেড।
সংখ্যাঃ- ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
1 2 3 4 5 6 7 8 9 10
SYSTEMETC ENGLISH LANGUAGE
আরও পড়ুন –
- Madhyamik Geography কেটল ও কেটল হ্রদের উৎপত্তি
- Madhyamik Geography ইনসেলবার্জ কি? কাকে বলে? উদাহরণ
- Madhyamik Geography ইয়ারদাঙ কি? ইয়ারদাঙ কাকে বলে?
- Madhyamik Geography পলল ব্যজনী
- Madhyamik Special শৃঙ্খলিত শৈলশিরা
- ক্যানিয়ন (Canyon)
- WB Madhyamik Bengali Suggestion 2022
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
