The Preposition (পদান্বয়ী অব্যয়)
Ram is going to school. Shyam will get a pen from me.
The book is on the table. Look at the picture.
The cat is fond of milk. I read in class IV.
এখানে to, from, on, at, of, in প্রভৃতি যথাক্রমে school, me, the table, the picture, milk, class IV এই Noun বা Pronoun – গুলির পূর্বে বসে Sentence – এর অন্য Noun বা Pronoun – এর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। এরা Preposition (Pre অর্থ পূর্বে) অর্থাৎ Noun বা Pronoun এর পূর্বে বসে।
A preposition is a word placed before a Noun or Pronoun to show what one person or thing has to do with another person or things.
The Preposition – To
আমি দুর্গাপুরেযাচ্ছি – I am going to Durgapur.
মতি কলকাতাযাবে – Moti will go to Kolkata.
তিনি হাবিবেরকাছেটাকাপাঠিয়েছেন – He has sent money to Habib.
লোকটি আমারকাছেএসেছিল – The man came to me.
আমি বাড়িগিয়েছিলাম – I went home (to home নয়).
সে প্রতিদিনবাড়িতেআছে – He comes home is every day.
Note – (1)যেসবক্রিয়াপদেগতিবোঝায়তাদেরইংরেজিপ্রতিশব্দেরপরে, পর্যন্ত, নিকট (কাছে), প্রতি, দিকে (অভিমুখে) ইত্যাদিঅর্থেTo এই Preposition টিব্যবহারকরতেহয়।
(2) Preposition এর সঙ্গেসংশ্লিষ্ট Noun বা Pronoun-টি Objective Case-এহয়। যেমন– আমারকাছে-To me, তারকাছে – To him.
(3) Come, Go প্রভৃতি Verb- এরপরে Home (বাড়ি) কথাটিরআগে To বসবেনা।
The Preposition — From
আমি তার কাছে পাঁচ টাকা ধার নিলাম। – I borrowed five rupee from him.
গাছ থেকে ফল পড়ছে – Fruits are falling from the tree.
সে সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুপস্থিত ছিল – He was absent from Monday to Wednesday.
মেয়েটি এক থেকে একশো পর্যন্ত গুনেছিল – The girl counted from one to hundred.
তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করেছিল – They worked from sunrise to sunset.
তিনি আমার কাছ থেকে একটি বই নিয়েছিলেন – He took a book from me.
আমরা ঢাকা থেকে ফরিদপুর গিয়েছিলাম – We went from Dhaka to faridpur.
The Preposition – For
আমি তোমার জন্য একটি কম্বল আনবো – I sell bring a blanket for you.
তারা আমার জন্য অপেক্ষা করবে – They will wait for me.
তুমি তোমার বাবার জন্য একটি ছাতা পাঠিয়েছিলে – You sent a umbrella for your father.
আমি এক ঘন্টা সাঁতার কেটেছিলাম – I swam for an hour.
সে দু‘ঘণ্টা ধরে বইটি পড়েছিল – He read the book for two hours.
Note: জন্যে, নিমিত্তে, ধরে ইত্যাদি অর্থে For ব্যবহৃত হয়।
The Preposition – In and At
আমরা ভারতে বাস করি – We live in India.
বাংলাদেশে তার মৃত্যু হয়েছিল – He died in Bangladesh.
তারা বাড়ির ভিতরে ছিল – They were in the house.
সে টাকাগুলো লোহার সিন্দুকে রাখল – He kept the money in the ironsafe.
Note– ভারতে বললে ভারতের মধ্যে বোঝায়। বাংলাদেশের বললে বাংলাদেশের মধ্যে এবং ‘সিন্দুকে’ বললে সিন্দুকের মধ্যে বোঝায়। এমন মধ্যে বা ভিতর বোঝালে ‘In’ Preposition টির প্রয়োগ করতে হয়। কিন্তু গ্রাম কিংবা ছোট শহরের আগে In না বসিয়ে At বসাতে হয়। যেমন –
তিনি বিষ্ণুপুরে কাজ করেন – He works at Bisnupur.
আমি বালীগঞ্জে থাকি – I live at Baligunge.
আমি মে মাসে পাঁচশো টাকা আয় করেছিলাম – I earned five hundred rupees in may.
তিনি আগস্ট মাসে ভারতে আসবেন – He will come to India in the month of August.
১৯৮১ সালে আমার বাবার মৃত্যু হয় – My father died in 1981.
কোকিল বসন্তকালে আসে – The cuckoo comes in spring.
Note- মাস, সাল এবং ঋতুর আগে In বসাতে হয়। কিন্তু তারিখ ও বারের নামের আগে On বসে; In বা At বসতে পারেনা। যেমন –
রবিবারে – On Sunday.
গত মঙ্গলবার – On Tuesday last.
৫ ই সেপ্টেম্বর – On the 5th September.
বর্তমান মাসের ৭ই – On the 7th instant.
আগামী মাসের ৭ই – On the 7th proximo.
গত মাসের ৭ই – On the 7th ultimo.
দিনের বেলা – In the day, by day.
ভোরে – In the morning.
বিকেলে – In the afternoon.
সন্ধ্যায় – In the evening.
রাতে – At night.
দুপুরে – At noon.
পাঁচটার সময় – At 5 o’ clock.
দিন তিনটে – At 3 p.m.
রাত তিনটে – At 3 a.m.
Note:- রাত ১২.০১ সেকেন্ড থেকে বেলা ১২ টা পর্যন্ত ঘন্টার সংখ্যার পর a.m.বসাতে হয়। আর বেলা ১২.০১ সেকেন্ড থেকে রাত ১২টা পর্যন্ত ঘন্টার সংখ্যার পর p.m. বসাতে হয়।
The Preposition – With
ছেলেটিলাঠি দিয়ে বিড়াল কে মেরেছিল – The boy beat the cat with a stick.
অতনুঘড়ি নিয়ে সেখানে যায় – Atanu goes there with a kite.
আমিআমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম – I went to market with my father.
Note: – To, from, for, in, at, with প্রভৃতি Preposition ছাড়াও of, within, upon, by প্রভৃতিআরও কতগুলো Preposition আছে। To, from , for, প্রভৃতিরআরও বিভিন্ন ব্যবহার আছে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো