Person (পুরুষ) কাকে বলে? । কত প্রকার ও কি কি? । উদাহরণ দাও।

Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও।

Person (পুরুষ) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও।

 Person (পুরুষ) – ১. First PersonI know you. ২. Second Person – You know me.

৩. Third Person – He knows us.

উপরের তিনটি Sentence এ মোট শব্দগুলি লক্ষ্য করো। He told you about me. – এ Sentence এর মোটা শব্দগুলি দেখো।

I/ We lst Person, You – Second Person, He (She)/ They – 3rd Person. I এবং We – এদের থেকে সৃষ্ট যা-কিছু First Person এর অন্তর্গত। You এবং You থেকে যা কিছু সৃষ্ট Second Person এবং He/She এবং এইগুলি থেকে সৃষ্ট যা কিছু তা Third Person আরেকটি কথা নাম মাত্রেই Third Person – এর অন্তর্ভুক্ত হয়।

a) First Person (উত্তম পুরুষ)      (b) Second Person (মধ্যম পুরুষ)     (c) Third Person প্রথম পুরুষ

Singular – I আমি                                      You – তুমি                                     He/She সে

Plural –      We আমরা                              You – তোমরা                                They তাহারা

Personal Pronoun
Person (পুরুষ) কাকে বলে? । কত প্রকার ও কি কি? । উদাহরণ দাও।

আরও পড়ুনঃ

Spread the love

Related posts

Leave a Comment