ইংরাজীতে Number শব্দের অর্থ সংখ্যা। Countable Noun -এর সংখ্যা গননা করা যায়। ব্যক্তি বা বস্তুর সংখ্যাকেই Number বচন বলে। Number বা বচন দুটি প্রকার Singular (একবচন) এবং Plural (বহুবচন)।
Boy বালক Boys বালক গুলি
Girl বালিকা Girls বালিকা গুলি
Mango আম Mangoes আমগুলি
(i) Pronoun (সর্বনাম পদ)
I – আমি We আমরা
You – তুমি You- তোমরা
He/ She -সে They – তাহারা
# Me – আমাকে Us – আমাদিগকে
You – তোমাকে You – তোমাদিগকে
Him/ Her – তাহাকে Them – তাহাদিগকে
# My – আমার Our – আমাদের
Your – তোমার Your – তোমাদের
Him/ Her – তাহার Their – তাহাদের
# This – এই, These – এইগুলি, That – ওই, Those – ওইগুলি, It – ইহা।
(ii) Person- পুরুষ (First, Second, and Third Person–Ways of Describing Points of ..)
(A) First Person (উত্তম পুরুষ)
(B) Second Person (মধ্যম পুরুষ)
(C) Third Person প্রথম পুরুষ
Singular – I আমি, You – তুমি, He/She সে
Plural – We আমরা, You – তোমরা, They তাহারা
(iii) Gender লিঙ্গ
- Masculine (পুংলিঙ্গ): Man পুরুষ, Boy ছেলে, Father বাবা, Ox সাড়, Brother ভাই, Uncle কাকা
- Feminine (স্ত্রীলিঙ্গ): Women স্ত্রী, Girl মেয়ে, Mothers মা, Cow গরু, Sister বোন, Aunt কাকিমা।
- Neuter (ক্লিব লিঙ্গ): Book বই, Table টেবিল, Bed বিছানা, Chair কেদারা, Pond পুকুর।
- Common (উভয় লিঙ্গ): Friend বন্ধু, Student ছাত্র, Teacher শিক্ষক-শিক্ষিকা, Child সন্তান, Animal পশু, Parents বাবা-মা .
: Definition, Types & Examples
ক্রিয়ার সাথে যার আনবি বা সম্পর্ক থাকে তাকে কারক বলে। কারক বাংলায় ৬ টি।
১. কর্তা কারক (Subjective case)
২. কর্মকারক (Objective case)
৩. করণ কারক (Instrumental case)
৪. সম্প্রদান কারক (Dative case)
৬. অপাদান কারক (Ablative case)
৭. অধিকরণ কারক (Locative case)
ইংরেজিতে কারক ৩ টি –
I – আমি, We – আমরা, You – তুমি/ তোমরা, He/She – সে, They – তারা/ তাহারা, Ram, Shyam etc.
Ex. I Play, Ram goes.
Me আমাকে, Us – আমাদিগকে, You – তোমাকে/ তোমাদিগকে, Him/ Her – তাহাকে, Them – তাহাদিগকে।
★ He gave me a glass of water.
★ Hari play football.
★ This is my pen.
★ That is ram’s pin.
প্রথমা – টি, টা, খানা, খানি, গুলি রা।
দ্বিতীয়া – কে, রে, এ, দিগকে, দিগেরে।
তৃতীয়া – দ্বারা, দিয়া, কর্তৃক শ হিত।
চতুর্থী – দানার্থে, জন্য নির্মিত।
পঞ্চমী – হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা।
ষষ্ঠী – র, এর, দিগের, দের।
সপ্তমী – এ, য়, তে।
সম্মোধন – হে, ওহে।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
