English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words

English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words

English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words – একটি শব্দ গঠনের জন্য অক্ষরের সঠিক স্বীকৃত অক্ষরকে বোঝায়। যখন এই অক্ষরগুলি সঠিকভাবে গঠন করা না হয়, তখন এর অর্থ বোঝা যায় না। উদাহরণের সঙ্গে সঙ্গতি রেখে বানান হ’লে অসুবিধা হয় না। কিন্তু উচ্চারণ এক রকম আর বানান অন্য রকম হলে সঠিক Spelling বা বানান বেশ শক্ত বলে মনে হয়। বিশেষ করে ইংরেজি ভাষায় এই ব্যাপারটি (অর্থাৎ উচ্চারণ ও বানানের মধ্যে প্রায়ই পার্থক্য ঘটে) যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট সূত্র ধরে বানান বা Spelling শেখা দুরূহ। তবু ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য আলোচিত হল। বলা বাহুল্য এইসব বৈশিষ্ট্যের ব্যতিক্রমও নিতান্ত নয়।

1. যে সব শব্দে একটিমাত্র syllable শব্দের যে অংশটুকু একবারের চেষ্টাতেই উচ্চারণ করা যায় তাকে syllable বলে। যেমন important এখানে important এই তিনবারের চেষ্টায় শব্দটি উচ্চারিত হল তাই এতে syllable সংখ্যা তিন ধরা হয়। তার শেষ Consonant-টির পূর্বে যদি একটি vowel বা single vowel থাকে তাহলে ing/ ed/er etc. যুক্ত করার আগে শেষ consonant-টি double বা দুইবার ব্যবহার করতে হয়। যেমন— Put-putting

Rob-robbing/robber

Cut cutting

Hum-humming

Fit-fitting/fitted

English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words

2. যে সমস্ত শব্দে দুই বা তার বেশি syllable থাকে এবং শেষ consonant-এর পূর্বে যদি একটিমাত্র Vowel (single vowel) থাকে তবে তার সঙ্গে ing/ed etc. যোগ করার আগে শেষ consonant দুবার ব্যবহৃত হবে। (এক্ষেত্রে মনে রাখতে হবে উচ্চারণের জোর পড়বে শেষ Syllable-এ, তা নাহলে নিয়ম কাজে লাগবে না) । যেমন- Refer-referring

Befit-befitting

Begin-beginning/beginner

Submit-submitting/submitted

Remit-remitting/remitter

3. শেষ consonant এর আগে যদি একটির বেশি vowel থাকে তবে ing/ed যুক্ত করার আগে শেষ consonant-টি দুবার ব্যবহার হয় না। যেমন— Keep keeping/keeper

Read-reading/reader

Visit-visited/visiting

Wood-wooden

Gain gaining

Suffer-suffering/suffered

Exception (ব্যতিক্রম): Parallelled, worshipping etc.

4. সাধারণত ‘all’ এবং ‘full’ এই শব্দ দুটি যখন অন্য কোনো শব্দের সঙ্গে যুক্ত হয় তখন একটি ‘।’ ব্যবহৃত হয়। যেমন – Almighty, already, always, fulfil, beautiful, useful, truthful ইত্যাদি।

Exception (ব্যতিক্রম): Fullness, (fullness ও ঠিক) All-powerful ইত্যাদি। [E যে সব শব্দের শেষে “II” (double I’) থাকে অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে তা অনেক ক্ষেত্রেই “৷৷” বজায় রাখে। যেমন—Roll-call, dull-brained, farewell, nut shell, spell-bound ইত্যাদি।

Exception (ব্যতিক্রম): skilful, until, welcome ইত্যাদি।

English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words

5. সাধারণত প্রায় প্রতি ক্ষেত্রেই ‘c’ এর পরে ‘el’ বসে আর অন্যবর্ণের পরে ‘le’ বসে। যেমন—Deceive, receive, conceit, receit, ceiling ইত্যাদি। আর Achieve, believe, niece, grief ইত্যাদি।

Exception (ব্যতিক্রম) : Forfeit, reign, leisure, weight, Deity ইত্যাদি।

6. শেষের ‘e’ (কোনো কোনো অনুসর্গ বা suffix-এর পূর্বে) কখনও কখনও বাদ যায় । যেমন—Argue—argument, drive driving, truetruly, due duly, value valuable, write—writing ইত্যাদি।

যে সব শব্দের শেষে ‘ee’ (double ‘e’) বা ‘ye’ থাকে সেসব ক্ষেত্রে suffix (অনুসর্গ) যুক্ত হলেও শেষের ‘e’ বাদ যায় না।

যেমন—Agree—agreeable, agreement, agreeing ইত্যাদি। Dye—dyeing, See—seeing ইত্যাদি।

7. যে সব শব্দের শেষে ‘ce’ বা ‘ge’ থাকে suffix যুক্ত হবার আগে কদাচিৎ শেষের ‘e’ বাদ যায়। যেমন—practice practicable। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষ ‘e’ অপরিবর্তিত থাকে। যেমন—charge—chargeable, courage courageous, marriage—marriageable ইত্যাদি। (Judge-judgement বা judgement দুটিই ঠিক) ।

8. সাধারণত শব্দের শেষে যদি ‘Y’ থাকে এবং তার পূর্বে যদি consonant/consonants থাকে এ সব ক্ষেত্রে suffix যুক্ত হবার আগে শেষের ‘y’ পরিবর্তিত হয়ে ।’ হয়ে যায়।

যেমন— Beauty-beautiful

Merry merriment

Mighty-mightier

Rely reliable ইত্যাদি।

Exception (ব্যতিক্রম): Copy-copyist, fly flying, try – trying ইত্যাদি ।

9. শেষের ‘Y’ -এর পূর্বে যদি vowel থাকে তবে সাধারণত ‘Y’ পরিবর্তিত হয় না।

যেমন—  Buy-buying/buyer

Pay-Paying

Say-saying

Joyjoyful/joyous ইত্যাদি।

More: –

Spread the love

Related posts

Leave a Comment