What is the phrase? । Examples and Definitions in Grammar – A Phrase is a part of a sentence without a Subject, Verb, Object, or Complement. Phrase does not contain a Subject and a Verb. A Clause contains a Subject and a Verb (Sometimes the subject is hidden) Phrase হচ্ছে এক বা একাধিক শব্দ সমষ্টি । যার কোন Subject বা Finite verb থাকেনা । এরা আলাদা করে কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে । কারণ, এদের কোন…
Author: admin
English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words
English শব্দের বানান ও উচ্চারণ | Spelling and Pronunciation of English words – একটি শব্দ গঠনের জন্য অক্ষরের সঠিক স্বীকৃত অক্ষরকে বোঝায়। যখন এই অক্ষরগুলি সঠিকভাবে গঠন করা না হয়, তখন এর অর্থ বোঝা যায় না। উদাহরণের সঙ্গে সঙ্গতি রেখে বানান হ’লে অসুবিধা হয় না। কিন্তু উচ্চারণ এক রকম আর বানান অন্য রকম হলে সঠিক Spelling বা বানান বেশ শক্ত বলে মনে হয়। বিশেষ করে ইংরেজি ভাষায় এই ব্যাপারটি (অর্থাৎ উচ্চারণ ও বানানের মধ্যে প্রায়ই পার্থক্য ঘটে) যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট সূত্র ধরে বানান বা Spelling শেখা দুরূহ। তবু ছাত্র-ছাত্রীদের…
বানানের সঠিক রূপ লক্ষ্য করো – এই বানানগুলিতে প্রায়ই ভুল হবার সম্ভাবনা থাকে
বানানের সঠিক রূপ লক্ষ্য করো। এই বানানগুলিতে প্রায়ই ভুল হবার সম্ভাবনা থাকে – Academy Division Mediocre Accommodate Dyeing Mediterranean Achievement Dying Messenger Acquire Dysentery Mileage Across Eighth Mixture Address Endeavor Moustache Aggregate Environment Movable Although Etiquette Neighbor Amateur European Noticeable Analysis Exaggerate Occasion Anniversary Farewell Occurrence Antecedent Fashion Omission Antonym Feminine Parallel Aquatic Foretell Patience Argument Ganges Pension Arithmetic Gazette Perseverance Assistant Genuine Phthisis Autumn George Picketing Awful Gesture Picturesque Bachelor Goddess Predecessor professor proprietor Bedding Grammar Pursue persuade Beggar Grandeur Quarrel Beginning Gratitude Referee Behavior Guarantee Reference Benefited Height…
What is a pronoun? | What is a pronoun example? | Types of Pronouns and Rules
What is a pronoun? | What is a pronoun example? Types of Pronouns and Rules – Pronoun সর্বনাম পদ Noun বা বিশেষ্যপদ পরিবর্তন ব্যবহৃত হয় Pronoun সাধারনত ৯ প্রকারের যথা– ১. Personal Pronoun – I, We, You, You, He, She, It, They. ২. Possessive Pronoun – Mine, Awards, Yours, His, Her, Their. ৩. Demonstrative Pronoun – This, That, These, Their, Some, Such. ৪. Self-reflexive and Emphatic Pronoun – Myself, Ourselves, Yourself, Yourself, Himself, Herself, Themselves. ৫. Interrogative Pronoun – Who, Which, What, Whom, When, Where, Why? ৬. Relative Pronoun – Who, Which, What, Whom, When, Where,…
A and An এর ব্যবহার । Article
A and An এর ব্যবহার । Article – English Crammer – এ ‘A’, ‘An’, ও ‘The’ – কে Articals বলা হয়। এই গুলি আসলে Adjectives এবং Noun এর পূর্বে এইগুলি বসে। সাধারণতঃ Common Noun, Singular Number-এর পূর্বে ‘A’ ও ‘An’ বসে । আর Common Noun, Singular ও Plural উভয় Number-এর পূর্বে ‘The’ বসে। Articles কে দুই ভাগে ভাগ করা হয়, যথা Definite (দির্দিষ্টবোধক) ও Indefinite (অনির্দিষ্টবোধক), নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে ‘The’ বসে এবং অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে ‘A’ অথবা ‘An’ বসে। তা হলে ‘The’ হইল Definite Article এবং…
The Infinitive Mood
The Infinitive Mood রাম খেলতে ভালবাসে – Ram loves to play. শ্যাম পড়তে আরম্ভ করলো – Shyam began to read. আমি কলকাতা যেতে চাই – I wish go to Kolkata. তুমি আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে – You told me to write a letter. Note :- (১) বাংলায় যেতে, থেকে, পড়তে, বসতে প্রভৃতি ক্রিয়া গুলো সমাপিকা ক্রিয়ার আগে বসে, কিন্তু ইংরেজিতে এমন Infinitive গুলো ক্রিয়ার পরে বসে। (২) Infinitive Mood এ Verb – এর আগে To বসে, কিন্তু See, Hear, Make, May, Can, Will, Bid, Let প্রভৃতির পরে ‘To’ Understood থাকে। The Infinitive Mood যেমন – আমি তাকে যেতে দেখেছিলাম – I saw him go. সে তাকে কাঁদতে শুনেছিল – He heard him cry. তিনি আমাকে দাঁড় করিয়েছিলেন – He made me stand up. আরও পড়ুনঃ কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023 পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা…
Preposition (পদান্বয়ী অব্যয়) কাকে বলে? Examples দাও। What are the prepositions in English Grammar | How use the prepositions in english?
The Preposition (পদান্বয়ী অব্যয়) Ram is going to school. Shyam will get a pen from me. The book is on the table. Look at the picture. The cat is fond of milk. I read in class IV. এখানে to, from, on, at, of, in প্রভৃতি যথাক্রমে school, me, the table, the picture, milk, class IV এই Noun বা Pronoun – গুলির পূর্বে বসে Sentence – এর অন্য Noun বা Pronoun – এর সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। এরা Preposition (Pre অর্থ পূর্বে) অর্থাৎ…
Person (পুরুষ) কাকে বলে? । কত প্রকার ও কি কি? । উদাহরণ দাও।
Person (পুরুষ) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও। Person (পুরুষ) – ১. First Person – I know you. ২. Second Person – You know me. ৩. Third Person – He knows us. উপরের তিনটি Sentence এ মোট শব্দগুলি লক্ষ্য করো। He told you about me. – এ Sentence এর মোটা শব্দগুলি দেখো। I/ We lst Person, You – Second Person, He (She)/ They – 3rd Person. I এবং We – এদের থেকে সৃষ্ট যা-কিছু First Person এর অন্তর্গত। You এবং You থেকে যা কিছু সৃষ্ট Second Person এবং He/She…
WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস
WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস ১. সমাসের ব্যুৎপত্তি লেখ। উত্তরঃ সম্ – অস্ + ঘঞ > সমাস।এখানে অস্ নামপদ। ২. ‘সমাস’ শব্দের অর্থ কি?উত্তরঃ সংক্ষেপ। ৩. ‘দ্বিগু’ শব্দের অর্থ কি? উত্তরঃ দুটি শব্দের সমাহার। ৪. ‘ব্যাসবাক্যের’ অপর নাম কি? উত্তরঃ বিগ্রহবাক্য। ৫. ‘বহুব্রীহি‘ শব্দের অর্থ কি? উত্তরঃ ধানের গোছা। ৬. ‘কর্মধারয়‘ কথার অর্থ কি? উত্তরঃ কর্মধারণকারী। ৭. ‘সমাস’ কাকে বলে? উত্তরঃ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। ৮. ‘সমাসবদ্ধ‘ পদ কাকে বলে? উত্তরঃ দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয়…
WB Madhyamik Bengali Suggestion : বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি
WB Madhyamik Bengali Suggestion : বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি ১. কারক ও বিভক্তি – করণ কারক কাকে বলে? উ:- কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ককে বলে করণ কারক। 2. করণ কারকে ‘শূন্য’ বিভক্তির একটি উদাহরণ দাও? উ: i.ফুটবল খেলেই দিন কাটালে। করণ কারকে শূন্য বিভক্তি। 3. করণ কারকে ‘এ’ বিভক্তির উদাহরণ দাও? উ: সবুজে ঘেরা পাড়া – গাঁ। 4. করণ কারকে ‘তে’ বিভক্তির উদাহরণ দাও। উ: বুদ্ধিতে বাজিমাত করল। 5. করণ কারকে ‘এর’ বিভক্তির উদাহরণ দাও? উ: সম্পাদকের কলমের খোঁচায় কাজ হল। 6. করণ কারকে বীপ্সার উদাহরণ দাও? উ: i.পুষ্পে পুষ্পে ভরা শাখি। ii. গানে গানে তব বন্ধন যাক টুটে। 7. সমধাতুজ করনের…