A and An এর ব্যবহার । Article – English Crammer – এ ‘A’, ‘An’, ও ‘The’ – কে Articals বলা হয়। এই গুলি আসলে Adjectives এবং Noun এর পূর্বে এইগুলি বসে। সাধারণতঃ Common Noun, Singular Number-এর পূর্বে ‘A’ ও ‘An’ বসে । আর Common Noun, Singular ও Plural উভয় Number-এর পূর্বে ‘The’ বসে। Articles কে দুই ভাগে ভাগ করা হয়, যথা Definite (দির্দিষ্টবোধক) ও Indefinite (অনির্দিষ্টবোধক), নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে ‘The’ বসে এবং অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে ‘A’ অথবা ‘An’ বসে। তা হলে ‘The’ হইল Definite Article এবং A ও An হল Indefinite Articles . এর প্রয়োগবিধি নিম্নে বর্ণনা করা হল।
A and An এর ব্যবহার |
|
বালক — A boy |
একটি বিড়াল — A cat. |
এক বালক – A Boy | একটি বালক – A Boy. |
একজন বালক – A Boy | একটি কাপ – A cup. |
একজন পণ্ডিত – A scholar. | একখানা বই – A book. |
বই (পুস্তক)—A book | একখানি পত্রিকা —A magazine. |
A, An and The এর ব্যবহার
Rules for a, an. the
Note: – প্রথমত – বালক, এক বালক, একটি বালক, একজন বালক — বললে কোনাে নির্দিষ্ট বালককে না বুঝিয়ে রাম, শ্যাম, যদু, মধু প্রভৃতি যত বালক আছে প্রত্যেককে বুঝিয়ে থাকে। এটি অনেক ব্যক্তির সাধারণ নাম (Common Noun)। নির্দিষ্ট কোনাে একজনের নাম নয়। তেমনি ‘একখানা বই’ কিংবা কেবলমাত্র ‘বই’ বললে যে – কোনাে বই বুঝিয়ে থাকে। ইংরেজিতে ‘বালক’, রাম, হিমালয়, গঙ্গা, বই’ ইত্যাদির মতাে বিশেষ্যপদকে Common Noun বলে।
দ্বিতীয়ত, একটিমাত্র কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বােঝালে Common Noun – এর আগে a বা an বসাতে হয়। বাংলায় অনেক সময় অনির্দিষ্ট ব্যক্তি, বস্তুর নামের আগে একটি, একখানা, একটা প্ৰভতি শব্দ ব্যবহৃত হয়। ইংরেজিতে অনুবাদ করার সময় এদের পরিবর্তে a বা an বসাতে হয়। আবার একটি, একটা, একখানা প্রভৃতি শব্দ না থাকলেও একটিমাত্র অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বােঝালে Common Noun – এর আগে a বা an বসাতে হয়। #A and An এর ব্যবহার । Article
একটি গাধা — An ass. একটি হাতি – An elephant.
একটি শিশু – An infant. একটি ষাঁড় – An ox.
একটি ছাতা — An umbrella.
Note- (১) Singular Common Noun: – এর প্রথম অক্ষরটি Consonant (ব্যঞ্জন বর্ণ) হলে তার আগে a বসবে। যেমন –
লতা—A creeper. গাছ (বৃক্ষ)—A tree. পাতা (পত্র)—A leaf.
(২) a, e, i, ০, u—এই পাঁচটি Vowel (স্বরবর্ণ)-এর যে-কোনাে একটি বর্ণ কোনাে Singular Common Noun-এর শুরুতে থাকলে তার আগে an বসাতে হয়। যেমন-
পিপড়ে (পিপীলিকা)-An ant. ঈগল পাখি-An eagle. দোয়াত-An ink-pot. কমলালেবু- An orange. ছাতা-An umbrella.
(৩) Singular Common Noun : – এর প্রথম অক্ষরটি silent (অনুচ্চারিত) ‘h’ হলে তার আগে an বসে। যেমন-
এক ঘণ্টা – An hour. উত্তরাধিকারী – An heir. (এয়ার)
কিন্তু ‘h’ silent না হয়ে ‘হ’-এর মতাে উচ্চারিত হলে কোনাে কোনাে জায়গায় a বা an এদের যে-কোনাে একটি ব্যবহার করা যেতে পারে। যেমন, একটি হােটেল – A hotel বা An hotel. একজন ঐতিহাসিক – A historian বা An historian.
(৪) Ueu বা ew ইউ’-এর মতাে উচ্চারিত হলে তার আগে a বসাতে হয়। যেমন, বিশ্ববিদ্যালয়—A university. ইউরােপবাসী—A European. ভেড়ী – Aewe.
(৫) সংখ্যা বােঝালে একটি, একখানা প্রভৃতির ইংরেজি one হবে। যেমন—এক গাইগােরু (গাভী)-One cow (সংখ্যায় দুটি, তিনটি নয়, মাত্র একটি)। একটি পাখি-One bird. একটি পয়সা– One paise.
১] ছেলে (বালক)টি—The boy. মেয়ে (বালিকা)টি—The girl.
চিঠিখানা- The letter. নৌকাটিনা- The boat,
গাছটি- The tree,
২] ছেলেরা — Boys. ছেলেগুলি — The boys.
কুকুরেরা — Dogs. কুকুরগুলি—The dogs.
কুকুর সব–Dogs.
Note – (১) কোনাে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বােঝালে Common Noun-এর আগে the বসাতে হয়। বাংলায় শব্দের পরে টি, টা, খানা, খানি প্রভৃতি বিভক্তি যুক্ত থাকলে কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী বুঝিয়ে থাকে—এসব জায়গায় ইংরেজিতে the ব্যবহার করতে হয়। টি, টা, খানা, খানি প্রভৃতি না থাকলেও নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বােঝালে Common Noun-এর আগে the বসে। বাংলায় শব্দের শেষে গুলি থাকলেই সবসময় যে নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বােঝায় এমন নয়।
(২) Common Noun : বহুবচনে ব্যবহৃত হলে অর্থাৎ একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বােঝালে তার আগে a বা an কখনাে বসতে পারে না। একের বেশি নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বােঝালে the বসাতে হয়।
(৩) একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বােঝালে ইংরেজিতে শব্দের শেষে সাধারণত s বা es যােগ করে Plural (বহুবচন) করতে হয়। যেমন— গাছেরা—Trees. দুটি হাতি—Two elephants.
তিনটি মােষ (মহিষ) Three buffaloes. চারটি গাধা—Four asses. শেয়ালেরা—Foxes; Jackals.
(৪) কতকগুলি ইংরেজি শব্দের Plural অন্য রকম হয়। যেমন—
Singular (একবচন) Plural (বহুবচন)
মানুষ — A man. মানুষেরা – Men.
স্ত্রীলােক — A woman. স্ত্রীলােকেরা — Women.
ভদ্রলােক — A gentleman. ভদ্রলােকেরা — Gentlemen.
একটি দাঁত – One tooth. পাঁচটি দাঁত — Five teeth.
ইদুর – A mouse. ইঁদুরগুলি — Mice.
একটি ষাঁড় – An ox. সাতটি ষাঁড় – Seven oxen/Seven bulls.
একটি পয়সা-One paisa. পাঁচটি পয়সা—Five Paise.
(৫) Deer, sheep, comb প্রভৃতি কতকগুলি Noun-এর একবচন ও বহুবচনে। আকারের পার্থক্য নেই।
যেমন— একটি হরিণ-One deer. দুটি হরিণ – Two deer. তিনটি ভেড়া – Three sheep.
A and An এর ব্যবহার । Article
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- বাংলায় বচন কি, কত প্রকার?
- A and An এর ব্যবহার । Article
- What is a pronoun? | What is a pronoun example?
- Types of Pronouns and Rules
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
Hi, I do believe this is an excellent site. I stumbleduypon itt 😉 I will return yet agai since i have book
marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people. http://Boyarka-Inform.com