WB Madhyamik Bengali Suggestion | বাংলা ব্যাকরণ সমাস ১. সমাসের ব্যুৎপত্তি লেখ। উত্তরঃ সম্ – অস্ + ঘঞ > সমাস।এখানে অস্ নামপদ। ২. ‘সমাস’ শব্দের অর্থ কি?উত্তরঃ সংক্ষেপ। ৩. ‘দ্বিগু’ শব্দের অর্থ কি? উত্তরঃ দুটি শব্দের সমাহার। ৪. ‘ব্যাসবাক্যের’ অপর নাম কি? উত্তরঃ বিগ্রহবাক্য। ৫. ‘বহুব্রীহি‘ শব্দের অর্থ কি? উত্তরঃ ধানের গোছা। ৬. ‘কর্মধারয়‘ কথার অর্থ কি? উত্তরঃ কর্মধারণকারী। ৭. ‘সমাস’ কাকে বলে? উত্তরঃ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। ৮. ‘সমাসবদ্ধ‘ পদ কাকে বলে? উত্তরঃ দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয়…