শিষ্টাচার । আদব- ক্যায়দা । ভদ্রতা । সৌজন্য ইংরাজি রুপ – 1. Please (প্লীজ), 2. Thanks (থ্যাংকস), 3. Welcome (ওয়েলকাম), 4. With great pleasure (উইথ গ্রেট প্লেজার), 5. Allow me (এলাও মি), 6. Sorry(সরি), 7. Excuse me (এক্সকিউজমি), 8. Pardon (পারডন), 9. No mention (নো মেনশন), 10. Same to you (সেম টু ইউ).
শিষ্টাচার । আদব- ক্যায়দা । ভদ্রতা । সৌজন্য ইংরাজি রুপ
কিভাবে বলতে হয়
1. আপনার কলমটা একটু দিন তো। – Your pen please. (ইউর পেন প্লিজ)
2. এক গ্লাস জল খাবো। – A glass of water please. (এ গ্লাস অফ ওয়াটার প্লিজ)
3. কটা বাজে। – Time please. (টাইম প্লিজ)
4. কেউ যদি তোমার জন্য নিতান্ত সামান্য কাজ করে তাহলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করে – Thank You ( থ্যাংক ইউ) বলা উচিত।
5. যদি কেউ তোমাকে কিছু দিতে চায় এবং তা নিয়ে যদি অনিচ্ছুক হয়, তা হলে বলবে – No thanks.
6. যদি কেউ তোমাকে ধন্যবাদ জানায়, তা হলে তুমি বলবে – it’s all right / No mention / Welcome.
7. যদি তুমি কাউকে কোনো জিনিস দিতে ইচ্ছুক হও, তা হলে বলবে – With great pleasure.
8. যদি তুমি কাউকে কোনো সাহায্য করতে চাও টা হলে বলবে – Allow me.
9. যদি কাউকে রাস্তা ছেড়ে দিতে সরে দাড়াও হলে বলবে – First you / After you.
10. যদি কারো গায়ে অনিচ্ছাকৃত ভাবে তোমার গা লেগে যায় তা হলে বলবে – Sorry.
11. কাউকে কোনো কিছু কথা জানতে চাইলে Excuse me বলে শুরু করবে।
12. যদি কারো কথা শুনতে না পাও তা হলে বলবে – Excuse me, I can’t hear you.
13. কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি – Excuse me, I have disturbed you.
14. দেরি হবার জন্য ক্ষমা চাইছি, Excuse me, for being late.
15. যদি অনুমতি দেন তো বলি – Allow me to say.
16. আপনারা যদি একটু এদিকে লক্ষ্য দেন – May I have your attention.
17. এ সমস্তই আপনার জন্যে ভাবুন – it’s all yours.
18. দয়া করে আর একবার বলুন – Please repeat.
19. আমি অত্যন্ত দুঃখিত – I am very sorry.
20. এ আর এমন কি – No mention.
শিষ্টাচার । আদব – ক্যায়দা । ভদ্রতা । সৌজন্য ইংরাজি রুপ
More:
- Madhyamik Geography কেটল ও কেটল হ্রদের উৎপত্তি
- Madhyamik Geography ইনসেলবার্জ কি? কাকে বলে? উদাহরণ
- Madhyamik Geography ইয়ারদাঙ কি? ইয়ারদাঙ কাকে বলে?
- Madhyamik Geography পলল ব্যজনী
- Madhyamik Special শৃঙ্খলিত শৈলশিরা
- ক্যানিয়ন (Canyon)
- WB Madhyamik Bengali Suggestion 2022
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও