বিস্ময়বাচক শব্দ ও বাক্য Exclamation words
১. বাঃ বেশ! Marvelous! (মারভেলাস)
২. সাবাস! Well done! ওয়েলডান Bravo! ব্রেভো
৩. বা সুন্দর! Beautiful ! বিউটিফুল
৪. আরে (তাই নাকি?) Oh! ওহ
৫. হায়! Woe
৬. হায় ভগবান ! Oh God
৭. সুন্দর হয়েছে তো ! Done wonderful !
৮. নিশ্চই Certainly
৯. ঈশ্বরকে ধন্যবাদ Thanks God !
১০. ঈশ্বরের কৃপাতে By God’s grace
১১. ঈশ্বর তোমার মঙ্গল করুন May God bless you !
১২. আপনাকেও Same to you !
১৩. খুবই সুন্দর Excellent !
১৪. অত্যন্ত দুঃখের ব্যাপার A matter of great sorrow !
১৫. অভূতপূর্ব বিজয় What a great Victory !
১৬. হে ভগবান ! My goodness !
১৭. এই যে Hello
বিস্ময়বাচক শব্দ ও বাক্য Exclamation words
১৮. একটু তাড়াতাড়ি ! Hurry up, Please !
১৯. কী ভীষণ! How Terrible !
২০. ছি অত্যন্ত পরিতাপের বিষয়! How disgraceful
২১. এটা প্রালাপমাত্র How absurd !
২২. কি আস্পর্ধা How dare !
২৩. কি মিস্টি গো How sweet !
২৪. কি সুন্দর ! How beautiful !
২৫.তুমি এ কথা বলার সাহস কিকরে পাও ! How dare you say that !
২৬. ওরে বাবা ! Oh dear !
২৭. তাড়াতাড়ি কর Hurry up
২৮. চুপ করুন ! Quiet please
২৯. ঠিকই তো Quit so !
৩০. তাই নাকি ! Really !
৩১. সত্যি ! Indeed !
৩২. ধন্যবাদ ! Thanks !
৩৩. আপনাকে ধন্যবাদ জানাই ! Thank you !
৩৪. এই দিন বার বার ফিরে আসুক Many happy returns of the day !
৩৫. আমি জিতে গেছি Hurrah I won !
৩৬. আপনার সুস্বাস্থ্য কামনা করে To your good health !
৩৭. আপনার সাফল্যের জন্য অভিনন্দন জানাই Congratulations on your success
৩৮. কি বাজে বকো ! What (a) nonsense !
৩৯. কি লজ্জার কথা ! What a shame !
৪০. কি সর্বানাশ হলো ! What a tragedy !
৪১. হঠাৎ যে ! What a surprise !
৪২. বাঃ বেশ বেশ ! Wonderful !
৪৩. অসভ্য কথাকার ! Nasty !
৪৪. সাবধান ! Beware !
৪৫. দুঃখের বিষয় ! What a pity !
৪৬. কি বুদ্ধি ! What an Idea !
৪৭. আসুন আসুন ! Welcome Sir
৪৮. হে ঈশ্বর ! Oh God !
৪৯. সাফল্যের জন্য অভিনন্দন Congratulation
বিস্ময়বাচক শব্দ ও বাক্য । Exclamation words
- শব্দের সংক্ষিপ্ত রুপ । How to pronounce concision in English.
- শিষ্টাচারের ইংরাজি রুপ
- Basic Input/ Output in C++
- Madhyamik Geography কেটল ও কেটল হ্রদের উৎপত্তি
- Madhyamik Geography ইনসেলবার্জ কি? কাকে বলে? উদাহরণ
- Madhyamik Geography ইয়ারদাঙ কি? ইয়ারদাঙ কাকে বলে?
- Madhyamik Geography পলল ব্যজনী
- Madhyamik Special শৃঙ্খলিত শৈলশিরা
- ক্যানিয়ন (Canyon)
- WB Madhyamik Bengali Suggestion 2022
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও