Vowel (স্বরবর্ণ): a, e, i, o, u এই পাঁচটি Vowel (স্বরবর্ণ) বাকি ২১ টি Consonant (ব্যঞ্জনবর্ণ). বাংলা ও ইংরাজী ব্যঞ্জনবর্ণের পারস্পরিক ধ্বনিগত সম্বন্ধ দেখা যাক –
B = ব, c = ক/স, d = ড, f = ফ, g = গ এবং জ, h = হ, j = জ, k = ক, l = ল, m = ম, n = ন, p = প, q = ক, r = র, s = স, t = ট, v = ভ, w = ওয়, x = ক্স, y = আই/ঈ, z = জ,
অন্যদিকে
ক = Ka, খ = Kha, গ = Ga, ঘ = Gha, চ = Cha/tch, ছ = Cha/Chha, জ = Ja, ঝ = Jha, ট = Ta, ঠ = Th, ড = Da, ঢ = Dha, ন = Na, ত = Ta, থ = Tha, দ = Da, ধ = Dha, ন = Na, প = Pa, ফ = Pha, ব = Ba, ভ = Bha/Va, ম = Ma, য = ya/Ja, র = Ra, ল = La, ব = Wa, শ = Sha, ষ = Sha, স = Sa, হ = Ha, ড় = rha, ঢ় = rhha, য় = ya, ৎ = t, ং = ng, ঁ = n.
* ক = ক+অ = ka, কা = ক+আ = ka, কি = ক+ই = ki, কী = ক+ঈ = kee, কু = ক+উ = ku, কূ = ক+ঊ = koo, কৃ = ক+র+ই = kri, কে = ক+এ = ke, কৈ = ক+ঐ = kai, কো = ক+ও = ko, কৌ = ক+ঔ = kou,
* শব্দ = Word – কতকগুলি অক্ষর পাশাপাশি বসে যদি কোন অর্থ প্রকাশ করে তবে টার নাম শব্দ (Word).
যেমন – Cat এই তিনটি অক্ষর পাশাপাশি বসে একটা প্রানীর নাম প্রকাশ করেছে – (বিড়াল)। সুতরাং Cat একটি Word অনুরুপ ভাবে Mango, Tree, School, Picture, Elephant, River এরা সকলেই এক একটি Word.
* একটি Letter দ্বারাও একটি Word হতে পারে । যেমন – I have a book. এখানে a = একটি, যেহেতু অর্থ প্রকাশ হয়েছে তাই এটি শব্দ ।
* Vowel ছাড়া কোন Word/শব্দ গঠন সম্ভব নয়। যদি a, e, i, o, u নাও থাকে কোন শব্দে তবে y থাকবে। তাই y কে Special Vowel বলে।
এবার শব্দের বর্ন বিশ্লেষণ করা যাকঃ-
যেমন – আকাশ চন্দ্র ভট্টাচার্য্য।
আ+ ক+ আ+ শ
A K A SH =AKASH (নামের প্রাথম অক্ষরটা রড় হাতের বাকি ছোট হাতের)
চন্দ্র = চ+ অ+ ন+ দ+ র+ অ
CH A N D R A= CHANDRA
ভাট্টাচার্য্য= ভ+ অ+ ট+ ট+ আ+ চ+ আ+ র+ য+ য+ অ
BH A T T A C A R Y Y A = BHATTACHARYYA
পদ (PART OF SPEECH) শব্দের সঙ্গে বিভক্ত যোগ হলে তার নাম হয় পদ। অর্থাৎ বিভক্ত যুক্ত শব্দকে পদ বলে।
বাংলায় পদ ৫ টি (১) বিশেষ্য (Noun) (২) বিশেষণ (Adjective) (৩) সর্বনাম (Pronoun) (৪) অব্যয়(Conjunction) (5) ক্রিয়া (Verb).
ইংরাজীতে পদ ৮ টি। (১) Noun (বিশেষ্য) (২) Pronoun (সর্বনাম) (৩) Adjective (বিশেষণ) (৪) Verb (ক্রিয়া) (৫) Adverb (ক্রিয়ার বিশেষণ) (৬) Preposition (সম্বন্ধসুচক অব্যয়) (৭) Conjunction (অব্যয়) (৮) Interjection (বিস্ময় সুচক অব্যয়)
More:
