স্থান বা অবস্থান সম্পর্কিত অব্যয় –
in (ইন) :- ভিতরে বোঝাতে (যেমন – The book is in the box.)
on (অন) :- উপরে বোঝাতে (যেমন -The book is on the table.)
at (অ্যাট):- কোনো নির্দিষ্ট বিন্দু বা স্থানে বোঝাতে (যেমন – Meet me at the bus stop.)
under (আন্ডার):- নিচে বোঝাতে (যেমন: The cat is under the chair.)
over (ওভার):- উপরে বোঝাতে, কোনো কিছু অতিক্রম করে (যেমন: The plane flew over the city.)
between (বিটুইন):- দুইয়ের মধ্যে (যেমন: The house is between the two trees.)
among (অ্যামাং):- তিন বা ততোধিক জিনিসের মধ্যে (যেমন: The secret is among us.)
beside (বিসাইড):- পাশে বোঝাতে (যেমন – Sit beside me.)
behind (বিহাইন্ড):- পিছনে বোঝাতে (যেমন – He is hiding behind the door.)
above (অ্যাবাভ):- কোনো কিছুর উপরে (যেমন – The lamp is hanging above the table.)
সময় সম্পর্কিত অব্যয় —
at (অ্যাট):- নির্দিষ্ট সময় বা মুহূর্ত বোঝাতে (যেমন – We will meet at 3 PM.)
on (অন):- নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে (যেমন – My birthday is on Friday.)
in (ইন): মাস, বছর বা দীর্ঘ সময়কাল বোঝাতে (যেমন – The exam is in May.)
before (বিফোর):- আগে (যেমন – I will arrive before you.)
after (আফটার):- পরে (যেমন – We will meet after the movie.)
during (ডিউরিং):- কোনো কাজের সময়কালে (যেমন: He slept during the lecture.)
until (আনটিল):- যতক্ষণ না (যেমন – I will wait until you come.)
উচ্চারণসহ গুরুত্বপূর্ণ ইংরেজি অব্যয় Preposition
অন্যান্য অব্যয় —
to (টু):- দিকে বা গন্তব্যে বোঝাতে (যেমন – I am going to the library.)
from (ফ্রম):- থেকে বোঝাতে (যেমন – I am from India.)
with (উইথ):- সঙ্গে বা ব্যবহার করে বোঝাতে (যেমন – He is with his family.)
by (বাই):- দ্বারা বা পাশে বোঝাতে (যেমন – The letter was written by me.)
for (ফর):- জন্য বোঝাতে (যেমন – This gift is for you.)
through (থ্রু):- মধ্য দিয়ে (যেমন – He walked through the forest.)
about (অ্যাবাউট):- সম্পর্কে (যেমন – They are talking about the trip.)
of (অফ): এর বা র (যেমন – The roof of the house.)

উচ্চারণ সহ গুরুত্বপূর্ণ Preposition —
Before (বিফোর) – আগে, পূর্বে।
Due to (ডিউ টু) – কারণে, জন্য।
Until (আনটিল) পর্যন্ত, অবধি।
Above (অ্যাবভ) – উপরে, ঊর্ধ্বে।
Under (আন্ডার) – নিচে, অধীনে।
Within (উইদিন) মধ্যে, ভিতরে।
After (আফটার) পরে, পশ্চাতে।
Beneath (বিনীথ) – নিচে, অধীনে।
Beside (বিসাইড) – পাশে, নিকটে।
Beyond (বিয়ন্ড) বাইরে, ওপারে।
Across (অ্যাক্রস) – জুড়ে, ওপারে।
Onto (অনটু) – উপরে, ওপর দিকে।
Owing to (ওইং টু) – কারণে, জন্য।
About (অ্যাবাউট) – সম্পর্কে, প্রায়।
Next to (নেক্সট টু) – পাশে, সংলগ্ন।
Through (থ্রু) – মাধ্যমে, মধ্য দিয়ে।
Amidst (অ্যামিডস্ট) – মধ্যে, মাঝে।
Without (উইদাউট) – ছাড়া, ব্যতীত।
Behind (বিহাইন্ড) – পিছনে, পেছনে।
In case of (ইন কেইস অফ) – ক্ষেত্রে।
Unlike (আনলাইক) – ভিন্ন, মতো নয়।
Inside (ইনসাইড) – ভিতরে, অভ্যন্তরে।
Towards (টুওয়ার্ডস) – দিকে, অভিমুখে।
Between (বিটুইন) – মধ্যে, দুইয়ের মধ্যে।
Despite (ডিস্পাইট) – সত্ত্বেও, তা সত্ত্বেও।
Regarding (রিগার্ডিং বা রিগার্দিন্) – সম্পর্কে, বিষয়ে।
During (ডুরিং) – চলাকালীন সময়কালে।
Among (অ্যামাং) – মধ্যে, অনেকের মধ্যে।
On top of (অন টপ অফ) – উপরে, চূড়ায়।
Since (সিন্স ) – থেকে, অবধি, যখন থেকে।
Inside of (ইনসাইড অফ) – ভিতরে, মধ্যে।
Outside (আউটসাইড) – বাইরে, বহির্ভাগে।
Because of ( বিকজ অফ) – কারণে, জন্য ভোকাবুলারি জয়ের।
Around (অ্যারাউন্ড) – চারপাশে, চারদিকে।
Apart from (অ্যাপার্ট ফ্রম) – ছাড়া, ব্যতীত।
In order to (ইন অর্ডার টু) – উদ্দেশ্যে, জন্য।
In lieu of (ইন লিউ অফ) – পরিবর্তে, বদলে।
Including (ইনক্লুডিং) – সহ সমেত, অন্তর্গ।
Against (অগেনস্ট বা অগৈনস্ট) – বিরুদ্ধে, বিপরীতে।
In front of (ইন ফ্রন্ট অফ) – সামনে, সম্মুখে।
In terms of (ইন টার্মস অফ) – পরিপ্রেক্ষিতে।
Except (এক্সেপ্ট) ছাড়া, বাতীত ব্যতিরেকে।
By way of (বাই ওয়ে অফ) – মাধ্যমে, উপায়ে।
Instead of (ইনস্টেড অফ) – পরিবর্তে, বদলে।
With a view to (উইথ আ ভিউ টু) – উদ্দেশ্যে।
On behalf of (অন বিহাফ অফ) – পক্ষে, হয়ে।
উচ্চারণসহ গুরুত্বপূর্ণ ইংরেজি অব্যয় Preposition
Amongst (অ্যামাংস্ট) – মাঝখানে, মধ্যে বা কয়েকজনের মধ্যে, অনেকের মধ্যে।
In place of (ইন প্লেস অফ) – পরিবর্তে, বদলে।
Throughout (থ্রুআউট) – সর্বত্র, পুরোটা জুড়ে।
At the time of (অ্যাট দ্যা টাইম অফ) – সময়ে।
In between (ইন বিটুইন) – মাঝে, দুইয়ের মধ্যে।
By means of (বাই মিনস অফ) – মাধ্যমে, দ্বারা।
Following (ফলোইং) – অনুসরণ করে, পরবর্তী।
For the sake of (ফর দ্যা সেক অফ) – খাতিরে।
Similar to (সিমিলার টু) – অনুরূপ, একই রকম।
In favour of (ইন ফেভার অফ) – পক্ষে সমর্থনে।
On account of (অন অ্যাকাউন্ট অফ) – কারণে।
In regards to (রিগার্ডস টু) সম্পর্কে, বিষয়ে।
In spite of (ইন স্পাইট অফ) – সত্ত্বেও, তা সত্ত্বেও।
With reference to (উইথ রেফেরেন্স টু) – প্রসঙ্গে।
Opposite to (অপজিট টু) বিপরীতে, মুখোমুখি।
With the help of (উইথ দ্যা হেল্প অফ) – সাহায্যে।
According to (অ্যাকর্ডিং টু) অনুসারে, অনুযায়ী।
Underneath (আন্ডারনিথ) – নিচে, তলায়, অধীনে।
With regard to (উইথ রিগার্ড টু) – সম্পর্কে, বিষয়ে।
As well as (অ্যাজ ওয়েল অ্যাজ) – এবং, পাশাপাশি।
আরও পড়ুনঃ
- কারক ও বিভক্তি কাকে বলে? | শিক্ষা – Madhyamik 2023
- পিএস ভোপাল যেটির পরিবর্তিত নাম বেঙ্গল প্যাডেল, এখন পর্যটনক্ষেত্র
- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় কেশর চাষে সফলতা পেলেন বিজ্ঞানীরা
- ভারতের মন্দির – জ্বালামুখী (Jawalamukhi)
- অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা মসজিদ
- বর্ধমানের বোর হাটের সাধক কমলাকান্তের কালীবাড়ি
- অশােকস্তম্ভ – এর ইতিহাস
- পদান্বয়ী অব্যয় কাকে বলে?
- Number: – Types, Rules & Examples (English Grammar) বাংলায় বচন কি, কত প্রকার
- Pronoun (সর্বনাম) কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ দাও
- একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা
- নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর রাজরাজেশ্বরী মাতার পুজো
- বারানসি ভারত সেবাশ্রম সঙ্ঘে নবমী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে লাঠি খেলা
